মাছ দুটি অর্ধলাখ টাকায় বিক্রি করলেন জেলে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি রুই ও ১০ কেজি ওজনের একটি আইড় মাছ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় স্থানীয় জেলে কালিদাস হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
জানা গেছে, মাছ দুটি বিক্রির জন্য কালিদাস হালদার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান। এ সময় মাছ দুটি এক নজর দেখতে সেখানে উৎসুক মানুষেরা ভিড় করেন। পরে ১৪ কেজি ওজনের রুই মাছ আড়তদার চান্দু মিয়া ২ হাজার ৫শ টাকা কেজি দরে কিনেন। পরে তিনি আবার ২ হাজার ৬শ টাকা কেজি দরে বিক্রি করেন। ১০ কেজির আইড় মাছটি ১৬শ টাকা কেজি দরে কিনে ১৭শ টাকা কেজি দরে বিক্রি করে দেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মিয়া বলেন, পদ্মা নদীতে এখন বড় বড় মাছ পাওয়া যায়। প্রচুর চাহিদা থাকায় মাছটির দাম অনেক বেশি। জেলে কালিদাস হালদারের কাছ থেকে ৫১ হাজার টাকায় মাছ দুটি কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩ হাজার ৪শ টাকায় বিক্রি করেছি।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাগাড়, বোয়ালসহ দেশীয় প্রজাতির বিভিন্ন সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে।
মীর সামসুজ্জামান/এসপি