ডিগ্রি ও সনদ ছাড়াই তিনি দন্ত চিকিৎসক!

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে দন্ত চিকিৎসার নামে প্রতারণা করায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার (৬ আগস্ট) পালংখালী এলাকার হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম'স ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেম্বার থেকে তাকে আটক করে র্যাব-১৫।
আটক হুমায়ুন কবির উখিয়ার হলদিয়া এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি মম'স ডেন্টাল কেয়ারের মালিক।
রোববার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।
তিনি জানান, কথিত ডাক্তার হুমায়ুন কবীর নিয়মিত রোগী দেখা এবং রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট তৈরি করে আসছিলেন। তিনি নিজেকে ডা. হুমায়ুন এমবিবিএস (মেডিসিন) ও ডেন্টিস্ট বলে দাবি করে আসছিলেন।
সহকারী পুলিশ সুপার আরও জানান, আটকের পর তার এমবিবিএসের সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেননি। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এ সময় তার চেম্বার থেকে ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০টি ভিজিটিং কার্ডসহ বিভিন্ন ধরনের ওষুধ ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
সাইদুল ফরহাদ/এনএ