সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় ইউপি সদস্য আটকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এদিকে জুম্মার নামাজের পর মাদক ব্যবসায়ী পরিবারের সাজানো মামলায় সেই ইউপি সদস্যকে গ্রেপ্তার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন করেছেন ইউপি সদস্যের অনুসারীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, আশুলিয়ায় একটি বাড়িতে ঢুকে হামলা-মারধর ও লুটপাটের মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এই সংবাদ প্রকাশের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে অপপ্রচার ও হুমকি-ধামকি দিয়ে আসছেন ইউপি সদস্যের অনুসারীরা।
একই সঙ্গে গণমাধ্যকর্মীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির প্রতিবেদক নাজমুল হুদা, ভোরের পাতা ও গ্লোবাল টেলিভিশনের প্রতিবেদক তোফায়েল হোসেন তোফাসানি, দৈনিক সকালের সময় পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসেন, সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক মানবকণ্ঠের সাদ্দাম হোসেন, এশিয়ান টিভির ওমর ফারুক, ডেইলি সানের প্রতিবেদক মেহেদী হাসান মানিক, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সোহেল রানা।
এ সময় সারা দেশের নির্যাতিত সাংবাদিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে সাংবাদিকদের পেশাদারিত্বের নিরাপত্তা, সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের যেকোনো দাবির সঙ্গে সরব থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
এদিকে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার শফিউল আলম সোহাগের নিঃশর্ত মুক্তির দাবিতে ও ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউপি সদস্যের অনুসারীরা। জুম্মার নামাজ শেষে পূর্বের ঘোষণা অনুযায়ী ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন ওয়ার্ড মেম্বার, মুক্তিযোদ্ধা, স্থানিয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ইউপি সদস্যের অনুসারিরা বলেন, দুই বারের নির্বাচিত মেম্বার শফিউল আলম সোহাগ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এক পরিবারের সাজানো অভিযোগে আশুলিয়া থানা পুলিশ ফোন করে মেম্বারকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করে। তার সঙ্গে থানায় আসা আরও ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। একজন জনপ্রতিনিধি তার এলাকায় মাদক নির্মূলে কাজ করায় এভাবে মাদক করবারিদের মামলায় কারাবাস করবে এটা জাতি ও সমাজের জন্য কলঙ্কিত অধ্যায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ আগস্ট) পাথালিয়া ইনিয়নের নিরিবিলি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উঠতি বয়সের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই বাড়িতে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় মামলা দায়ের হলে ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
মাহিদুল মাহিদ/আরআই