ফুলে-ফলে ভরা খুলনা বৃক্ষমেলা, ১ বনসাই দেড় লাখ

সবুজের বুক চিড়ে উকি দিচ্ছে লাল, গোলাপী, সাদা, খয়েরী ও হলুদসহ নানা রঙের ফুল। আছে বাহারী নাম আর বিভিন্ন প্রজাতির বৃক্ষ। রয়েছে আম, বরই, লেবু, মাল্টা, ডালিমসহ বিভিন্ন ফলন্ত গাছ। দেখতে যেমন সুন্দর, দামও তেমন চড়া।
তবে সব গাছের দাম চড়া নয়, কিছু সৌখিন গাছের দাম ২২ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা হাকানো হচ্ছে। রয়েছে ৫০ টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকার গাছ। এসব মিলছে খুলনার বৃক্ষমেলায়।
সরেজমিনে দেখা যায়, বৃক্ষমেলার নার্সারিগুলোতে বনসাই ও সৌখিন গাছের দাম হাকানো হচ্ছে ২২ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে ৪৫ বছর বয়সী ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পাকুড়িয়া বনসাই, এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বেত চন্দন গাছ, ২২ হাজার টাকা মূল্যের প্যাচিপোরিয়াম ও ৩০ হাজার টাকা মূল্যের এডেনিয়াম। আছে ফলজ, বনজ ও ঔষধী গাছ।

বৃক্ষমেলায় গাছ বিক্রেতা অহিদুল ইসলাম বলেন, আমার এখানে ২২ থকে ২৫ বছর বয়সী এডেনিয়াম রয়েছে। এটার বয়স বেশি, গঠনও সুন্দর। তাই দামও বেশি। এই এডিনিয়ামের দাম চাচ্ছি ৩০ হাজার টাকা।
হানিফ নার্সারির কামরুল ইসলাম ও নজরুল ইসলাম জানান, মেলায় একটি মাত্র প্যাচিপোরিয়াম গাছ, সেটি আমাদের কাছে। গাছটি মরভূমির। দেখতে সুন্দর। সৌখিন মানুষ এসব গাছ পছন্দ করে। এর দাম ২২ হাজার টাকা। এর বয়স ১০ বছর হবে। এখন পর্যন্ত গাছের দাম ১৫ হাজার টাকা উঠেছে, আমাদের প্রত্যাশা আরেকটু বেশি।

মেলা আয়োজকদের সূত্র জানায়, গত ২২ জুলাই থেকে খুলনায় ১৫ দিনব্যাপি বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। তবে নার্সারি মালিক সমিতির দাবির প্রেক্ষিতে মেলা আজ শুক্রবার (১২ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এই মেলার আয়োজক।
সার্কিট হাউস মাঠে এই মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।

সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, মেলায় এবার বেচা-কেনা ভালো হয়েছে। আজ শুক্রবার মেলা শেষ হচ্ছে। মেলা শেষে গাছ বিক্রির পরিমাণ জানানো সম্ভব হবে।
মোহাম্মদ মিলন/আরআই