বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ ছাত্রের

নাটোরের লালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (০৫ ডিসেম্বর) রাতে উপজেলার দুয়ারিয়া-কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফয়সাল, সজিব এবং সোহান। তারা তিনজন বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে তারা বেড়ানোর জন্য বের হন। পরে রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। তারা রাজাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শনিবার রাতের কোনো এক সময় ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। উপজেলার দুয়ারিয়া-কাশিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। রোববার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এসপি