‘খালেদা জিয়ার অসুস্থতা গোটা বাংলাদেশের মানুষকে চিন্তার মধ্যে ফেলেছে’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার আগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. কে এ বারী, গাজী আহসান হাবিব, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী, জেলা ওলামা দলের সভাপতি আইয়ুব খান প্রমুখ। দোয়া মহফিল সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। তার সন্তান তারেক রহমান লন্ডন থেকে লড়াই করেছেন, নেতৃত্ব দিযেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি বাংলাদেশের মানুষকে অভয় দিয়েছেন, সাহস যুগিয়েছেন। খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিরলস সংগ্রাম করেছেন। আজ বেগম খালেদা জিয়া অসুস্থ। তার অসুস্থতা গোটা বাংলাদেশের মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি বলেন, একটা নির্বাচন না হওয়া পর্যন্ত, জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষের মনে ভয়, দ্বিধা কাজ করছে। এ দেশে কখন যেন কী হয়। এই সময়ে বেগম খালেদা জিয়াকে আমাদের বেশি প্রয়োজন। এই সময় বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশ থেকে হারিয়ে যাই, তিনি যদি আমাদের থেকে চিরবিদায় নেন, তাহলে বাংলাদেশের ভাগ্যে কী পরিস্থিতি হবে তা আমরা বলতে পারি না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য, এই ভূখণ্ডের মানুষের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ