সুদের টাকার জন্য অতিরিক্ত চাপ, ফাঁস নিলেন যুবক

সুনামগঞ্জের তাহিরপুরে সুদের টাকার জন্য অতিরিক্ত চাপ দেওয়ায় ফাঁস নিয়ে ফয়সাল আহমদ সৌরভ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বালিজুরি ইউনিয়নের ফাতারি গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়সাল ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। মৃত্যুর আগে রাত ৮টার দিকে দুইজনের বিরুদ্ধে অভিযোগ করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফয়সাল।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি গলায় দড়ি দিলাম তুই রফিকের জন্য। তুই আমারে কাবু করে লাশ বানাইলি, তুই ভালো থাক বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা এনেছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লাখ টাকা পাওনা থাকে। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম। ভালো থাকুক আমার পরিবার। মা (মেয়ে) ফাইজা আমায় ক্ষমা করো। মা-বাবা, ভাই-বোন তুমরা ক্ষমা করে দিও। বউ তোমাকে কিছু বলার নাই। ইতি, এক কাপুরুষ!’
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ ঢাকা পোস্টকে বলেন, আত্মহত্যার বিষয়টি সত্য। সফিক ও রফিক দুই ভাইয়ের কাছ থেকে টাকা এনেছিল সে। এরা দুই ভাই সত্যিকারেই সুদের ব্যবসায়ী। সুদের টাকার জন্য অতিরিক্ত চাপ দেওয়ায় ফয়সাল আত্মহত্যা করেছে।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, ফোনের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএআর