বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্টে ভাই-বোন নিহত

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন। শুক্রবার (১৯ আগস্ট) ভদ্রডাঙ্গার রাইপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রাইপুর গ্রামের কবির হোসেনের সন্তান আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাঈম সামিরা (৪)। কবির যশোর সেনানিবাসে আর্টিলারি কোরের সেনা কল্যাণ বিভাগের ল্যান্স করপোরেল হিসেবে কর্মরত।
কবির হোসেন জানান, নিজস্ব নবনির্মিত সাততলা বাড়ির ছাদে থাকা সাইনবোর্ড বৃষ্টিতে ভিজে বৈদ্যুতিক তারের স্পর্শ ঘটে। এ সময় তার দুই সন্তান খেলা করার সময় ছাদে থাকা সাইনবোর্ডের সঙ্গে স্পর্শ হওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিলে সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএ