মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ফসলি মাঠের পাশের পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোসাইরহাটের কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া গ্রামের মো. দপ্তরীর ছেলে আলমগীর দপ্তরী (৫২) এবং একই এলাকার হানিফ মোল্লার ছেলে নুরে আলম মোল্লা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পাশের বিলের পুকরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দেওয়া শুরু করে আলমগীর ও নুরে আলম। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে নিহত নুরে আলমের ছেলে নীরব সকালে পুকুরের পাড়ে গিয়ে তাদের পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকার শুনে স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত নুরে আলমের ছেলে নীরব বলেন, আমার বাবা আলমগীর কাকার সঙ্গে পুকুরে মাছ ধরতে যান। রাতে বাবা বাসায় না ফেরায় রাত ১০টার দিকে মা ফোন করলে বাবা জানান বাসায় ফিরতে দেরি হবে। এরপর আর কথা হয়নি। পরে মঙ্গলবার সকালে আমি ফজর নামাজ শেষে পুকুর পাড়ে গিয়ে দেখি আমার বাবা ও আলমগীর কাকা কারেন্টের আর্থিংয়ের রড ধরা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আমি প্রথমে কারেন্টের মেইন সুইচ বন্ধ করে লোকজন ডাক দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসক।
বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার কর্তৃক কোনো অভিযোগ নেই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়ন দাস/আরএআর