চোখের অপারেশন হলো সেই আলেয়ার

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের বাসিন্দা আলিয়া বেগম (৭৪)। টাকার অভাবে দীর্ঘদিন ধরে চোখের ছানি অপারেশন করাতে পারছিলেন না। শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।
আলিয়া বেগমকে নিয়ে গত ২ আগস্ট ‘কেউ যদি চোখের অপারেশনটা করিয়ে দিত, দুনিয়াটা দেখতে পারতাম’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি এক যুক্তরাষ্ট্র প্রবাসীর নজরে আসলে তিনি আলেয়া বেগমের চোখের অপারেশনের ব্যবস্থা করেছেন।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে অন্ধ কল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালে আলেয়া বেগমের বাম চোখের ছানি অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের অর্ধেক খরচ মওকুফ করেছে। ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে চোখের ছানি অপারেশন ও ওষুধ কিনে আলিয়া বেগমকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। চোখের অপারেশন করতে পেরে খুশি আলেয়া বেগমসহ স্থানীয়রা।
পটুয়াখালীবাসী সংগঠনের সহ-সভাপতি সাঈদুর রহমান রাব্বি বলেন, ঢাকা পোস্টের মাধ্যমে আলেয়া বেগমের কথা জানতে পারি। তিনি পটুয়াখালীরই বাসিন্দা। যুক্তরাষ্ট্র প্রবাসী জান্নাতুল ফেরদৌস আপুকে ওই সংবাদের লিংক দেওয়া হয়। পরে আপু আলেয়া বেগমের চোখের অপারেশনে আর্থিক সহায়তা করেন। এছাড়াও পটুয়াখালী চক্ষু হাসপাতালের কর্মকর্তারা অর্ধেক খরচে এই অপারেশন করেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী জান্নাতুল ফেরদৌস বলেন, ঢাকা পোস্টে প্রকাশিত খবরের লিংকটি স্বেচ্ছাসেবকরা আমাকে দেন। ওই বৃদ্ধ মানুষটির চোখের ছানি অপারেশন প্রয়োজন বলে আমি জানতে পারি। পটুয়াখালীবাসী সংগঠনের মাধ্যমে তার চোখের ছানি অপারেশনের খরচ বহনের দায়িত্ব নিই। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
আলেয়া বেগম বলেন, যারা আমার এই চোখের অপারেশনের জন্য সংবাদ প্রচার করেছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। যারা টাকা ও শ্রম দিয়ে হাসপাতালে অল্প খরচে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তাদের প্রতিও চিরকৃতজ্ঞ।
আরএআর