চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় রাজু (৪০) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত ধরে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা। বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাজুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজু জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় আবু চাঁন রেনু নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তার বাড়ি সিলেটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাতে শহরের কাউতলি থেকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী উঠে রাজুর রিকশায়। পথিমধ্য নির্জন জায়গায় ছিনতাইকারীরা রাজুকে ছুরিকাঘাত করে তার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে ফেলে। আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এসকেডি