ঋণ শোধ করতে না পেরে ফাঁস নিলো যুবক

নারায়ণগঞ্জে ঋণ পরিশোধ করতে না পেরে ফাঁস নিয়েছেন সোহাগ (২৫) নামে এক যুবক। রোববার (২৮ আগস্ট) গভীর রাতে ফতুল্লার সস্তাপুরের গাবতলার মোড় এলাকায় নিজ বাতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সোহাগ ফতুল্লার সস্তাপুর এলাকার এ্যাবলুম ডিজাইন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি চলে যাওয়ায় ঋণ পরিশোধ করতে না পেরে মানসিক চাপে পড়ে ফাঁস নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সোহাগের মা সুফিয়া বেগম বলেন, সোহাগ আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সোহাগের বাবা ঠিকাদারি ব্যবসা করতেন। যখন তিনি মারা যান, তখন ওর বয়স ১০ বছর। চাকরি চলে যাওয়ায় সংসারের অভাব দূর করতে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে। নতুন করে চাকরি না হওয়ায় ঋণ পরিশোধ করতে পারছিল না।পাওনাদাররাও প্রতিদিন টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন। এই নিয়ে সোহাগ মানসিক চাপে ছিল। পরে সকালে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, আত্মহত্যার খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারকে দাফনের জন্য দেওয়া হয়েছে।
এসপি