মাগুরায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, মাগুরা 

৩১ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম


মাগুরায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় চাঞ্চল্যকর পলিটেকনিক শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম সেলিম আজাদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন ও মোহাম্মদ খালিদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামি সেলিম আজাদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে মেহেদী হাসান পাভেলকে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌলভী জোকা গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয় একটি লাইব্রেরিতে টেলিভিশনের রুম খুলে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন। হত্যার পর পাভেলের মরদেহ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেন। এ সময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান। 

এ ঘটনায় নিহত পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বুধবার এ রায় দেন বিচারক।

পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন পরে হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। 

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

অপূর্ব কুমার মিত্র/আরএআর

Link copied