কলকাতায় দুই বাংলাদেশিসহ ৫ জেএমবির যাবজ্জীবন সাজা

ভারতে নাশকতার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই বাংলাদেশি নাগরিকসহ পাঁচ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কলকাতার আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন– মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন এবং মাওলানা ইউসুফ শেখ।
২০১৬ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ নয় বছর ধরে চলা এই মামলার রায় বুধবার (৩ ডিসেম্বর) ঘোষণা করেন বিচারক রোহন সিংহ। মামলা চলাকালীন আদালতে নিজেদের দোষ স্বীকার করে নেয় তারা।
কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) এই পাঁচজনকে পশ্চিমবঙ্গের বনগাঁ, বসিরহাট এবং আসামের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে।
জানা গেছে, সাজাপ্রাপ্ত পাঁচ জঙ্গির মধ্যে তিনজন ভারতের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল।
গ্রেপ্তারদের মধ্যে আনোয়ার এবং জাহিরুল ইসলাম বাংলাদেশের নাগরিক। তদন্তে উঠে আসে যে তারা উত্তর ২৪ পরগনার সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। তদন্তে আরও জানা যায়, তারা উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের নানা জায়গায় একাধিক নাশকতার পরিকল্পনা করছিল।
আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সেই সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে নগর দায়রা আদালত ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিচারক রোহন সিংহ তাদের সাজা ঘোষণা করেন।
এ ছাড়া বাংলাদেশি আনোয়ার ও জাহিরুলের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনেও মামলা রুজু হয়েছিল এবং সেই ধারাতেও তারা দোষী সাব্যস্ত হয়েছে।
এদিকে এই পাঁচ জেএমবির সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে দোষীদের আরও তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে।
বিআরইউ