পাওয়ারটিলার কিনে না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

বৃদ্ধ বাবা তরিকুল ইসলামের কাছে ছেলের আবদার যেভাবেই হোক পাওয়ারটিলার কিনে দিতে হবে। পারিবারিক অসচ্ছলতার কারণে ছেলে সুজন আলীকে পাওয়ার টিলার কিনে দিতে পারেননি দরিদ্র বাবা। পারিবারিক কারণে বাড়ির পোষা গরু বিক্রি করেন বাবা।
জানা যায়, গরু বিক্রি করা দেখেই ছেলের আবদার আরও বেড়ে যায়। ছেলে গরু বিক্রির টাকাতেই কিনতে চায় পাওয়ার টিলার। বাবা অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির একপর্যায়ে বাবার গায়ে হাত তোলে ছেলে। মারতে মারতে একপর্যায়ে গলা টিপে ধরলে জ্ঞান হারিয়ে ফেলেন বাবা।
পরে পরিবারের সদস্যরা পানি পান করাতে গেলে বাড়িতেই মারা যান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের তরিকুল ইসলাম (৫৫)। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে নিজ হাতে বাবাকে হত্যার পর পলাতক রয়েছে ছেলে সুজন আলী (২৫)। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মো. জাহাঙ্গীর আলম/এমএসআর