সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর জেলা প্রশাসক গুরুতর আহত

মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে রাজবাড়ী ফিরছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়ায় পৌঁছালে একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী গাড়ি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। গাড়িতে থাকা তার গানম্যান পুলিশ সদস্য মো.মোখলেসুর রহমান (২৬) পায়ে আঘাত পান। কিন্তু তার ছেলে-মেয়ে এবং গাড়িচালক জায়েদ আলী কাঞ্চন (৪৭) অক্ষত থাকেন।
দুর্ঘটনার পর তাদের দ্রুত পার্শ্ববর্তী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসককে ইনিস্টিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ খবর অনুযায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ইনিস্টিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক, ঘিওর উপজেলা নির্বাহী অফিসারসহ মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ছুটে যান।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম মুন্নু মেডিকেলে জেলা প্রশাসককে দেখতে ছুটে যান।
মীর সামসুজ্জামান/এসপি