ফের ব্রাহ্মণবাড়িয়ার মেয়র নায়ার কবির

আবারও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির। এর ফলে টানা দ্বিতীয় মেয়াদে মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। নৌকা প্রতীকে ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নায়ার কবির।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নায়ার কবির দেড়শ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার স্বামী প্রয়াত হুমায়ূন কবির জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, নায়ার কবিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। বিএনপির মেয়র প্রার্থী মো. জহিরুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৯৭২ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে ৩৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম নারিকেল গাছ প্রতীকে এক হাজার ৪৪৮ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
আজিজুল সঞ্চয়/আরএআর