রাজনৈতিক বৈষম্যে যাদের চাকরি হয়নি তাদের চাকরি দেব : ড. মোবারক

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, আমরা যদি আমাদের তরুণদেরকে কাজে লাগাতে পারি, তাহলে অনেক এগিয়ে যেতে পারব। সারাবিশ্বের সবচেয়ে বেশি তরুণ হচ্ছে আমাদের বাংলাদেশে। তাদের সুন্দর কর্মসংস্থান করতে হবে। আগে বিএনপি করলে, জামায়াত করলে তার চাকরি ছিল না। এদেশে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে তারা চাকরি পায়নি। ইনশাআল্লাহ আমরা তাদের ধরে ধরে চাকরির ব্যবস্থা করব।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবিরের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা যদি আমরা বন্ধ করে দিতে পারি অটোমেটিক দেখবেন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের দেশে রিসোর্সের অভাব নেই। আমরা কাজে লাগাতে পারছি না। মাটির নিচেও রিসোর্স আছে, মাটির ওপরেও আছে।
ড. মোবারক বলেন, মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। এটা ৫৪ বছরে কেউ পারেনি। আমরা পারব ইনশাআল্লাহ। যারা নিজেরা মাদকের সঙ্গে জড়িত তারা কি মাদকমুক্ত করবে? সেটি সম্ভব না। মাদকমুক্ত করতে হলে মাদক মুক্ত ব্যক্তির দরকার। আমরা চাই এলাকাকে মাদকমুক্ত করতে। তরুণরা যেন এলাকায় খেলাধুলা করতে পারে। আমার লক্ষ্য হলো ব্রাহ্মণপাড়ায় একটি ও বুড়িচংয়ে একটি মিনি স্টেডিয়াম করা।
তিনি আরও বলেন, আজকের দুই বছর একটি শিশুও আমাদেরকে দেখলে দাঁড়িপাল্লা বলে। তার মানে তারা ভেতর থেকে উজ্জীবিত হচ্ছে। গতকাল এক হিন্দু ভাই আমাকে বলেছেন, মাধবপুর কেন্দ্রে পাস করার জন্য আপনি আসা লাগবে না আমি একাই যথেষ্ট। আমার ৭৮০টা ভোট আছে হিন্দুদের, পুরোটাই আপনি পাবেন। এক টাকাও খরচ করা লাগবে না। মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এজন্য আমাদেরকে আগামী দিনে শক্ত থাকতে হবে।
এসময় জামায়াতের বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট অধ্যাপক আব্দুল আওয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিম, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/আরকে