ফতুল্লায় কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলার ফতুল্লা থানাধীন নরসিংপুর এলাকায় অজ্ঞাতনামা এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরনে লাল চেক ফুলহাতা শার্ট ও জিনস পেন্ট ছিল।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কিশোরটিকে গলা কেটে হত্যা করে লাশটি ফেলে যেতে পারে। তবে কেউ তাকে চেনেন না বলে জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকাপোস্টকে জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।
পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে বলে জানান তিনি।
এনএ