সাভারে চোলাই মদসহ দুই চাকমা আটক

ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ চাকমা উপজাতির ২ জনকে আটক করেছে সাভার থানা পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো— বিষম চাকমা (৩৫) ও ফেন্সি চাকমা (২৮)।
পুলিশ সূত্র জানায়, সাভারের ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাকমাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কক্ষ থেকে প্রায় ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এই চোলাই মদ তৈরির আস্তানা ও সরঞ্জামাদি আছে কি না, তা নিশ্চিতে অভিযান এখনও চলমান রয়েছে।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আটকরা দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরি করে হেমায়েতপুরসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এমএসআর