জনগণ সরকারকে লাল কার্ড দেখাতে শুরু করেছে : প্রিন্স

বিএনপির গণসমাবেশে প্রতিবন্ধকতা তৈরি করতে গিয়ে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে সব অবরুদ্ধ করেও সরকার গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের মুখেও জনগণ ও বিএনপি নেতা-কর্মীদের দৃঢ়তায় একের পর এক গণঅভ্যুত্থান হচ্ছে সমাবেশে। সরকারের সব কূটকৌশল ব্যর্থ করে জনগণ সরকারকে পরাজিত করছে। জনগণ সরকারকে লাল কার্ড দেখাতে শুরু করেছে ।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ময়নসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, সরকার যতই ষড়যন্ত্র, দমন, নিপীড়ন করুক জনগণের আন্দোলনকে আর দমন করা যাবে না। সরকারকে বিদায় নিতেই হবে। কারণ সরকার জনগণের বিরুদ্ধে এবং জনগণও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। চূড়ান্ত আন্দোলনের আগেই সরকার অল্পতেই বিচলিত ও উত্তেজিত হয়ে অস্বাভাবিক আচরণ করছে, যা ভ্রষ্টাচারের নামান্তর।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন প্রমুখ বক্তব্য দেন।
উবায়দুল হক/আরএআর