সুনামগঞ্জে নৌপথের ৩ চাঁদাবাজ আটক

সুনামগঞ্জে নৌপথের চাঁদাবাজির সময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সুরমা নদীতে নৌপুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় বল্লবপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন— শহরের নতুনপাড়ার প্রেমানন্দ বর্মণের ছেলে নয়ন বর্মণ (২০), অনিল দাসের ছেলে অনিত দাস (১৮), মৃত সচীন্দ্র দাসের ছেলে সঞ্জয় দাস (২০)।
টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম ঢাকাপাস্টকে বলেন, সুরমা নদীতে পণ্যবাহী নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র।
খবর পেয়ে নৌপুলিশের একটি দল নিয়ে অভিযান করে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। চাঁদাবাজ তিনজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসআর