উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা উল্লাপাড়ায় হবে। হেলিকপ্টারযোগে তার মরদেহ বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়ার সোনাতলা তফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। সেখান থেকে মরদেহ লাশবাহী গাড়িতে করে উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে নেওয়া হচ্ছে। সেখানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় সোনাতলা তফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মো. আরিফুল ইসলাম উজ্জ্বল ঢাকা পোস্টকে বলেন, মরদেহ আকবর আলী সরকারি কলেজ মাঠে নেওয়া হচ্ছে। সেখানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জানাজা শেষে তার মরদেহ আবার হেলিকপ্টারযোগে জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে মরদেহ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাখা হবে। সেখান থেকে মরদেহ আজাদ মসজিদে নিয়ে বাদ আসর সেখানে দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে জানিয়ে তিনি আরও বলেন, এইচ টি ইমাম অনেকদিন ধরেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার সিএমএইচ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুভ কুমার ঘোষ/এসপি