বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় সাগর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর রহমান একই উপজেলার নিয়ামতপুর সরকার গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার ধলাগাছ মতির মোড়ে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাগর রহমান নিহত হন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরএআর