সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, কারখানার কর্মকর্তারা অবরুদ্ধ

সাভারের বকেয়া বেতনের দাবিতে উরি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার কর্মকর্তাদের টানা ১৭ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন ওই কারখানার আন্দোলনরত শ্রমিকরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে অবরুদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার ওই পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এবং অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন কর্তৃপক্ষ এখনো পরিশোধ করেনি। বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানা অন্য স্থানে সরিয়ে নিচ্ছিল। তবে কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা অন্য স্থানে সরিয়ে নেওয়ার চুক্তি হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বকেয়া বেতন না দিয়েই কারখানার মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বেতন পরিশোধের দাবি জানান।
তবে এ ঘটনায় কারখানা ফটক শ্রমিকরা বন্ধ করে রাখায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, গতকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়েছে। এতে কারখানার কর্মকর্তারাও কারখানার ভেতরে আটকা পড়েছেন। মূলত শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ করতে হবে। তবে কারখানার মালিক এখনো আসেননি। কারখানার মালিক আসলে বিষয়টি সমাধান করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এএমকে