জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল নলজানী মধ্যপাড়া এলাকার ডাক্তার সিরাজ উদ্দিনের ছেলে। স্বজনদের দাবি, হত্যার ঘটনায় আব্দুল জলিলের চাচাতো ভাই সিদ্দিকুর রহমান ও ইদ্রিস আলী জড়িত।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে জলিলের বিরোধ চলছিল। শুক্রবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে ফিরছিলেন আব্দুল জলিল। বাড়ির কাছাকাছি আসলে চাচাতো ভাইয়েরা লাঠি নিয়ে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার চাচাতো ভাইদের পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিহাব খান/আরএআর