সাভারে দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

সাভারে গৃহহীনদের জন্য সরকারের দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দে অনিয়মের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে একটি ঘর পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
বুধবার (২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা।
এর আগে গত ৩১ অক্টোবর ‘গৃহহীনদের ঘর পেয়েছেন কোটিপতি ব্যবসায়ী ও তার দুই বোন’ শিরোনামে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়।
তদন্ত কমিটি সদস্য সাভার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা বলেন, তদন্ত কমিটির সদস্য হিসেবে সরেজমিনে ঘরগুলো পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ঘর আমরা পরিদর্শন করেছি। বাকিগুলোও পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্তাধীন, যে কারণে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে অনিয়মের অভিযোগগুলো অধিকতর যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২০১৯-২০ অর্থবছরের কাবিটার আওতায় সাভারে ছয়টি দুর্যোগ সহনীয় ঘরের বরাদ্দ আসলে জায়গা জটিলতার কারণে দুটির বরাদ্দ ফেরত চলে যায়। বাকি চারটি ঘরের তিনটি দেওয়া হয় সরকারি তালিকার বাইরে। তালিকা অনুযায়ী যাদের ঘর পাওয়ার কথা ছিল, তাদের না দিয়ে দেওয়া হয়েছে কোটিপতি ব্যবসায়ীকে।
মাহিদুল মাহিদ/আরএআর