পাহাড়ের ঢালুতে রোহিঙ্গা কন্যাশিশুর ক্ষতবিক্ষত লাশ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের পাহাড়ের ঢালুতে শাহিনুর আক্তার (৮) নামে এক রোহিঙ্গা কন্যাশিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে লাশটি উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
জানা যায়, নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের পাহাড়ের ঢালু থেকে শাহিনুরের লাশ উদ্ধার করা হয়। শাহিনুর আক্তার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেরের মেয়ে।
ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি ২ মার্চ সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে সি-ব্লকের পাহাড়ের ঢালু থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাহাড়ের ঢালু থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মেয়েটির লাশ ক্ষতবিক্ষত ছিল।
তিনি আরও বলেন, তার শরীর থেকে একটি হাতও বিচ্ছিন্ন পাওয়া গেছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছে এপিবিএন।
মুহিববুল্লাহ মুহিব/এমএসআর