আশুলিয়ায় লাখ টাকার মাদকসহ আটক ২

সাভারের আশুলিয়ার অভিযান চালিয়ে লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় মাদক কারবারিরা নিজেই পকেট থেকে মাদকদ্রব্য বের করে পুলিশের হাতে তুলে দেয়। আটকরা হলেন- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২), বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. মনির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেরে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তারা নিজেই তাদের পকেট থেকে ৫০৩ পুড়িয়া হেরোইন ও ৪১ পিছ ইয়াবা বের করে দেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ৬০০ টাকা। অভিযানের সময় আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার এছাক আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৩৫) ও আশুলিয়ার চিত্রশাইল কান্দার মোড় এলাকার মো. আলআমিন (৩৬) নামের দুই মাদক কারবারি পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামিরা নিজেই পকেট থেকে মাদক দ্রব্য বের করে দেয়। শনিবার (৬ মার্চ) তাদের আদালতে নেওয়া হবে।
মাহিদুল মাহিদ/ওএফ