চিনিকল চালুর দাবিতে রংপুরে হরতাল চলছে

বন্ধ চিনিকল চালুসহ পাঁচ দফা দাবিতে রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল চলছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িস ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতির ডাকা হরতালে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
বুধবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িস ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন।
এদিকে সকাল থেকে স্থানীয় আখচাষি ও চিনিকল শ্রমিকরা শ্যামপুর চিনিকলের সামনের ফটকে অবস্থান নেন। সেখানে তারা আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ ৬ চিনিকল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগে সকাল থেকে চিনিকল এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন শ্রমিক ও আখচাষিরা। দাবি আদায় না হলে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চিনিকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি বাধার মুখে আন্দোলনরত শ্রমিক ও চাষিরা চিনিকল এলাকার বাহিরের সড়কে যেতে পারছেন না। তবে হরতালে সমর্থন জানিয়ে চিনিকলের আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।
শ্যামপুর চিনিকল এমপ্লয়িস ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, ১৫টি চিনিকলের মধ্যে ৯টি চালু করলেও এখনও ছয়টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। না হলে ২৪ ডিসেম্বর থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
আরএআর