‘বিএনপি ফরিদপুরে নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দেব’

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য করার চেষ্টা করলে আমরা তার দাঁতভাঙা জবাব দেব। এজন্য আমরা ১২ নভেম্বর সকাল থেকে শেখ রাসেল স্কোয়ারে সতর্ক অবস্থায় থাকব।
শুক্রবার (১১ নভেম্বর) দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক আগুন-সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন।
শামীম হক বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে সেজেগুজে এসেছেন। এসে বলছেন আপনাদের ব্যানার, ফেস্টুন ছেঁড়া হয়েছে। ফরিদপুরের কোথাও আপনাদের ব্যানার, ফেস্টুন ছেঁড়া হয়নি। প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের সমাবেশকে সফল করতে সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনার সৈনিকরা শান্তিতে বিশ্বাস করি। আপনাদের এই মিছিল, সমাবেশ আমরা বাধাগ্রস্ত করছি না। আপনাদেরকে শেষবারের মতো বলছি, আর কোনো নৈরাজ্য করার চেষ্টা করবেন না। যদি কোনোরকম কিছু করেন তাহলে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুরের আনাচে-কানাচে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
বিএনপির গণসমাবেশে আগতদের ‘অতিথি’ আখ্যায়িত করে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, আপনারা অতিথি। আপনারা আসেন, মিছিল করেন, মিটিং করেন কিন্তু কোনো ধরনের নৈরাজ্য করার চেষ্টা করবেন না।
জেলা বিএনপির নেতাদের ইঙ্গিত করে শামীম হক বলেন, আপনারা আমার ভাই, আমার বন্ধু। আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কিন্তু বিভিন্ন জেলা থেকে কিছু লোক এনে কোনো ধরনের উদ্ধতপূর্ণ বক্তব্য দেবেন না, যা আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানে ব্যাঘাত ঘটে। যদি এরকম কিছু ঘটে তাহলে ১২ তারিখের পর জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেবে। আমরা একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকতে চাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামীকাল সকালে রাসেল স্কোয়ারে আমরা সমবেত থাকব। যদি তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা রাসেল স্কোয়ার থেকে তাদের প্রতিরোধ করব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক ওরফে আরিফের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
প্রসঙ্গত, বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে। আর রাসেল স্কোয়ার ফরিদপুর শহরের হাসিবুল হাসান লবলু সড়কে অবস্থিত।
জহির হোসেন/এমজেইউ