সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নূর ছালাম ওরফে বোবা ডাকাতকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে নূরবাগ এলাকা থেকে পলাতক আসামি নূর ছালামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত দুইটি হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুলের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। নিহত ছায়েদুলের বোন রেহেনা বেগম এ ঘটনায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফে বোবা ডাকাত আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের (নিষিদ্ধ আহ্বায়ক শাহ জালাল বাদলের পিতা।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নূর ছালাম দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার নির্যাতন ও দাপটের কারণে এলাকাবাসী তাকে বোবা ডাকাত নামে আখ্যায়িত করে।
মেহেদী হাসান সৈকত/এআরবি