এবার সিরাজগঞ্জে বাড়ি থেকে নবজাতক চুরি

সিরাজগঞ্জে দুই হাসপাতাল থেকে দুই নবজাতক চুরির রেশ না কাটতেই এবার কামারখন্দের বারাকান্দি এলাকায় বাড়ি থেকে ২৩ দিনের নবজাতক চুরি হয়েছে।
শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি মহল্লার বাড়ি থেকে শিশুটি চুরি হয়। চুরি হওয়া শিশুটি উপজেলার শহিদুল ইসলাম ও ফরিদা খাতুন দম্পতির।
ফরিদা খাতুন বলেন, শনিবার সকালে শিশুটি ঘুমালে আমি বাড়ির বাইরে যাই। ঘরে ফিরে দেখি শিশু নেই। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরে পুলিশকে বিষয়টি জানাই।
প্রতিবেশীরা জানান, কালো বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে কর্ণসূর্তি এলাকায় পালিয়ে গেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঢাকা পোস্টকে বলেন, শিশু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
এর আগে ২৭ ফেব্রুয়ারি বিকেলে সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্মের ছয় ঘণ্টা ও ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু চুরি হয়।
২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া এলাকার একটি বাড়ি থেকে এক শিশুকে জীবিত আরেক শিশুকে মৃত উদ্ধার করা হয়।
দুই শিশু চুরির ঘটনায় তিন পুরুষ ও পাঁচ নারীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন তারা।
শুভ কুমার ঘোষ/এএম/এনএ