এবার একরামুল বললেন নোয়াখালী আ.লীগ নিয়ে চক্রান্ত চলছে

এবার নোয়াখালী আওয়ামী লীগ নিয়ে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। শনিবার (৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৭ মার্চ বিকেল ৩টায় শহর আওয়ামী লীগের পক্ষ থেকে সোনাপুর কলেজ মাঠে জনসভার ডাক দেন।
একরামুল করিম চৌধুরী বলেন, নোয়াখালী আওয়ামী লীগ নিয়ে চক্রান্ত চলছে। কোনো ব্যক্তি বিশেষ ফেসবুক লাইভে আসলে নোয়াখালী আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হবে, সে অবস্থা এখন আর নেই। আগের নোয়াখালী আওয়ামী লীগ থেকে বর্তমান নোয়াখালী আওয়ামী লীগ অনেক স্ট্রং।
তিনি আরও বলেন, আপনারা যারা মুজিবপ্রেমী, যারা শেখ হাসিনার সৈনিক তাদের প্রতি অনুরোধ করবো আগামীকাল ৭ মার্চ নোয়াখালীর সোনাপুর কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন। আমরা একটু বুঝিয়ে দিতে চাই, আমরা নোয়াখালী আওয়ামী লীগ এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কোনো ব্যক্তি বিশেষের জন্য আওয়ামী লীগ না।
একরামুল করিম চৌধুরী বলেন, আপনারা জনসভায় এসে বঙ্গবন্ধুর আওয়াজ শুনবেন। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এই বক্তৃতার মধ্যে কী এমন জাদু ছিল যে জাদুতে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল?
এর আগে শুক্রবার (৫ মার্চ) দুপুরে জেলার সুবর্ণচরের চরজব্বর থানা ভবনের নিচতলার ফাঁকা জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি একরামুল করিম চৌধুরী। ওই সময় তিনি বলেন, গত ছয়দিন ঢাকাতে ছিলাম। নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি। উনি মেসেজগুলো দেখেছেন। ঢাকায় নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরতেছেন? আমি বলি, আমাদের কমিটিটা দরকার। তিনি আমার কাছে জানতে চান, নোয়াখালী চালায় কে? আমি বলি, নোয়াখালী চালাই আমি। তিনি আমাকে বলেন, নেত্রী কি আপনাকে চালাতে না বলছে? আমি বলি, না। তিনি আবার বলেন, নেত্রী জানেন যে, আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন।
হাসিব আল আমিন/আরএআর