‘সমাবেশ পণ্ড করার চেষ্টা করেছে আ.লীগ, ফল হয়েছে উল্টো’

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ধর্মঘট দেওয়া আওয়ামী লীগের পুরোনো খেলা। তারা পরিবহন বন্ধ করে এই সমাবেশকে পণ্ড করার চেষ্টা করেছে। কিন্তু ফল হয়েছে উল্টো। যে সমাবেশ একদিন কিংবা কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেত, মিডিয়া হয়তো একদিন বা দুই দিন প্রচার করতো। সেই সমাবেশকে দশ দিন প্রচার করার ব্যবস্থা করে দিয়েছে সরকার। এজন্য আওয়ামী লীগ এবং তাদের অনুসারী পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসার মাঠে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গণসমাবেশের মাঠ পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের বেশি কিছু করা লাগেনি। শুধুমাত্র মাঠে জায়গার ব্যবস্থা করেছি। আর সবকিছু সিলেট বিভাগের নেতাকর্মীরা আগেই করে ফেলেছেন।
সরেজমিনে দেখা যায়, সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুই দিন আগেই হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। অগ্রিম চলে আসা এসব নেতাকর্মী আশপাশের হোটেল ও সমাবেশের প্যান্ডেলে অবস্থান নিয়েছেন। সমাবেশের মাঠে বিভিন্ন জেলা ও ইউনিট আলাদা আলাদা ক্যাম্প বসিয়েছে। খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমজেইউ