নবান্ন উৎসবে মাছের মেলায় ক্রেতাদের ভিড়

নতুন ধান ঘরে তোলার মধ্য দিয়ে শুরু হয়েছে নবান্ন উৎসব। শুক্রবার (১৮ নভেম্বর) বগুড়ার কাহালুতে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কাহালু বাজার, দুর্গাপুর ও সারাই বাজারসহ বিভিন্ন স্থানে বসেছে বৃহৎ মাছের মেলা। মেলায় মাছ কিনতে সৌখিন ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
কাহালু বাজারের পাইকারি মাছ ব্যবসায়ী মো. ফজলার রহমান জানান, নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে কাহালুতে ১০০ মণেরও বেশি মাছ বিক্রির জন্য আনা হয়েছে। ১৮ কেজি ওজনের বড় কাতল মাছ ১১৮০ টাকা কেজি দরে ২১ হাজার টাকা ও ব্রিগেড মাছ ৬০০ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাঝারি ওজনের মাছ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
পৌর এলাকার পালপাড়া গ্রামের শ্রী নব রঞ্জন জানান, আত্মীয়-স্বজন আসবে তাই নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে আমি বড় মাছ কিনেছি। পরিবার ও আত্মীয় স্বজনদের খুশি করতে বড় মাছ কেনার রীতি অনেক পুরোনো। সেই পুরোনো রীতিকে ধরে রাখতে নতুন জামাই ও সৌখিন ক্রেতারা বড় মাছ কিনে থাকেন।
নবান্ন উৎসবকে ঘিরে ঘরে ঘরে নতুন চালের ক্ষীর, পিঠা, পুলি,পায়েস আর ফিরনি দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে ধুম পড়ে যায়। গ্রাম বাংলায় চলে নানা আয়োজন। এই নবান্ন উৎসব উদযাপন মুসলিম সমাজে খুব একটা পালন করা না হলেও আদিকাল থেকে হিন্দু সমাজের মানুষ তাদের পূর্বপুরুষদের অতীত ঐতিহ্য আর রীতিকে ধরে রাখতে এটি যুগ যুগ ধরে পালন করে আসছে। তাই নবান্ন উৎসব উদযাপনে হিন্দু সম্প্রদায় নানা আয়োজন করে থাকে। সূর্য উদিত হওয়ার সাথে সাথে হিন্দু নারীরা উলু ধ্বনির মাধ্যমে জমি থেকে এক মুঠো নতুন ধানের শীষ কলার পাতায় নিয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা দিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা করে। এরপর শুরু হয় তাদের পরবর্তী নানা আয়োজন।
আলমগীর হোসেন/আরএআর