স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতা নিহত

নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম স্বাধীন (৪৫) নিহত হয়েছেন। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার চাংলা গ্রামের বাসিন্দা।
শনিবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের শশীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সদর উপজেলার শেষ সীমানার শশীর মোড় নামক স্থানের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তারা। এসময় বদলগাছী থেকে ছেড়ে আসা একটি ট্রাক জহুরুল ইসলামের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার এবং বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দলীয়ভাবে আমরা শোকাহত ও মর্মাহত। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এমএএস