ঢাকার বাইরে চার স্থানে বাস-ট্রাক টার্মিনাল হবে : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকায় গাড়ির চাপ কমাতে প্রয়োজনীয় স্থানে বাস ও ট্রাক টার্মিনাল করা হবে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিরুলিয়া ও হেমায়েতপুরে প্রস্তাবিত বাস-ট্রাক টার্মিনালের জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, গাড়ির চাপ কমাতে সাভারের বিরুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরে নতুন আন্তঃজেলা বাস-ট্রাক টার্মিনাল করা হবে।
তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনদুর্ভোগ কমাতে নিয়মিত কাজ করে যাচ্ছে সরকার। জনদুর্ভোগ কিভাবে কমানো যায় এ ব্যাপারে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফজলে নূর তাপস বলেন, এসব স্থানে নতুন বাস-ট্রাক টার্মিনাল হলে মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে শুধু লোকাল বাস থাকবে। দূরপাল্লার বাস থাকতে পারবে না। এটি বাস্তবায়িত হলে অনায়াসে ঢাকায় গাড়ির চাপ কমে যাবে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি