ইনজেকশন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

সিলেট নগরীর খাদিমনগর এলাকায় ইনজেকশন পুশ করে সুফিয়া বেগম (২২) নামের এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বামী আইনুল হককে আটক করেছে পুলিশ। রোববার (০৭ মার্চ) সকালে বিমানবন্দর থানার খাদিমনগর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম খাদিমনগর এলাকার বরইতলার মৃত হারুন মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে সুফিয়া বেগম ও আয়নুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে মারধর করতেন আয়নুল হক। শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। রাতে সুফিয়া বেগমের শরীরে ইনজেকশন পুশ করেন।
এ সময় সুফিয়া বেগমের ছোট বোন ইনজেকশন দেওয়ার কারণ জানতে চাইলে আয়নুল হক স্ত্রীর শারীরিক দুর্বলতার কথা জানান। রাত ৪টার দিকে সুফিয়া বেগমকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তাকে কোন রোগের ইনজেকশন দেওয়া হয়েছিল তা জানাননি তার স্বামী।
এয়ারপোর্ট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করবেন নিহতের স্বজনেরা।
তুহিন আহমদ/এএম