ভিডিও: সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই বন্দুকধারীর অতর্কিত গুলিতে হতাহতের ওই ঘটনা ঘটে। এ সময় পুরো সৈকতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র এক ব্যক্তি বন্দুকধারীর ওপর হামলে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেন। গাছের আড়ালে লুকিয়ে থাকা বন্দুকধারীকে চেপে ধরে রাইফেল কেড়ে নিয়ে তার দিকেই তাক করেন তিনি। নিরস্ত্র ওই ব্যক্তির চরম সাহসিকতার সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে; যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র ওই ব্যক্তি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। পেছন দিক থেকে তিনি বন্দুকধারীর দিকে দৌড়ে যান, তার গলা চেপে ধরেন এবং রাইফেলটি ছিনিয়ে নেন। এরপর বন্দুকধারী মাটিতে পড়ে যান এবং সেই ব্যক্তি তার দিকেই অস্ত্র তাক করে রাখেন।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ বলছে, বন্ডি সৈকতে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।
— The Spectator Index (@spectatorindex) December 14, 2025
দ্বিতীয় সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। পুলিশ বলছে, বন্দুক হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেন। সৈকতে পুলিশের অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওই দুই বন্দুকধারী সৈকতে অতর্কিতে প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের বিবৃতিতে জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুলিশ বলেছে, বর্তমানে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ লিখেছে, ওই এলাকায় পুলিশি অভিযান চলমান রয়েছে এবং আমরা সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। অনুগ্রহ করে পুলিশের সব নির্দেশনা মেনে চলুন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করবেন না।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বন্ডি সৈকতে গোলাগুলির ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ ও জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে আছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি আমার সমবেদনা।
ইহুদি ধর্মাবলম্বীদের ৮ দিনব্যাপী হনুকা উৎসবের উদ্বোধন উপলক্ষে শনিবার সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি এই ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ইহুদি সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থতা দায়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সমালোচনা করেছেন তিনি।
সূত্র: এবিসি, এনডিটিভি।
এসএস