রাজাকার-যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে : লিটন

রাজাকার-যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রাজশাহী নগরীর শ্রীরামপুর বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খায়রুজ্জামান লিটন বলেন, জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়েছে। ভিন্ন নামে তারা আসার চেষ্টা করছে। কিন্তু যে নামেই আসুক না কেন তাদের সেই মানসিকতা, একাত্তরের ঘাতকের ভূমিকা পাল্টায়নি। তারা সেই জায়গায় রয়েছে। এখনো তারা ঝটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ পেয়েছে।
খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বেলা ১১টার দিকে প্রথমে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শ্রীরামপুর বাবলা বন বদ্ধভূমি স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
আরএআর