মুন্সিগঞ্জে ১০০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর ব্রিজ সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি, বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় ১৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটা হতে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা ও স্টেশান গজারিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান পরিচালনা করে।
এ সময় তারা ওই এলাকার তন্ময় ফিসিং নেট, হাবিব ফিসিং নেট, জয়নাল ফিসিং নেট, রহিম ফিসিং নেট, জয়নাল ফিসিংনেট, সুমন ফিসিং নেট, বাচ্চু ছৈয়াল ফিসিং নেট, মানিক ফিসিং নেট, খোকন ফিসিং নেট, মের্সাস তালুকদার ফিসিং নেট ও একতা ফিসিংনেট ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ট্রেজারি শাখা)। পরর্বতীতে আটককৃত আসামিসহ জব্দকৃত জালগুলো মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে স্টেশন কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল ঢাকা পোস্টকে জানান, আমরা জালগুলো জব্দ করার পর নিয়ম অনুযায়ী এগুলো ম্যৎস বিভাগের কাছে হস্তান্তার করেছি। তারা এগুলো পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
ব.ম শামীম/এমএএস