কুড়িগ্রামে মাঠজুড়ে সবুজের সমারোহ

চলতি মৌসমে কুড়িগ্রামে বোরোর আবাদ ভালো হয়েছে। নিয়মিত পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করে ক্ষেত ভালো রাখার চেষ্টা চালাচ্ছেন এখানকার কৃষকরা। জেলার বিভিন্ন স্থানে মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী জেলায় এক লাখ ১২ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৫৫৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আরও আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বোরো ক্ষেতের তেমন কোনো ক্ষতি হয়নি। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ভালো ফলনের আসা করছেন কৃষকরা। তবে বাজারে নায্যমূল্য না পেলে বড় ক্ষতির মুখে পড়বেন তারা।
ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আজওয়াটারি গ্রামের কৃষক সিরাজুল বলেন, আমি ৫ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছি। আবাদ খুব ভালো দেখা যাচ্ছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে আসা করছি এক বিঘা জমিতে ২০ মণের ওপরে ধান হবে। তাছাড়াও এ বছর কীটনাশক, সার ও বিদ্যুতের কোনো সমস্যা হচ্ছে না।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ও ছবরুল বলেন, এবার বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের। বন্যার পর বোরো আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে বন্যার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বোরো আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। আরও আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলনও ভালো দেখা যাচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
জুয়েল রানা/আরএআর