মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় স্থানীয় সাংবাদিকসহ দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাংবাদিক জাকারিয়া চৌধুরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেন।
এ সময় জেলা ছাত্রলীগ ও যুবলীগ থানা মোড় থেকে আরও একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার ছবি তুলতে গেলে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হন। সেই সঙ্গে এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জাকারিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক জাকারিয়া চৌধুরী বলেন, এক যুবককে মারধরের ছবি তুলতে গেলে আমার ওপর হামলা চালানো হয়। এতে আমি আহত হই। ওই যুবকও আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী।
এএম