সুনামগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 

০৮ জানুয়ারি ২০২৩, ০১:১৮ পিএম


সুনামগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোমা থাকতে পারে সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) ভোর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির গ্রামে ওই বাড়িটি অবস্থিত। বোমা পরীক্ষার জন্য ঘটনাস্থলে বোম ডিস্পোজাল ইউনিট পাঠানো হয়েছে। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) রিপন কুমার মোদক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্দেহভাজন একটি জায়গা আমরা আমাদের ফোর্স দিয়ে ঘিরে রেখেছি রেখেছি। ঘটনাস্থলে এখন বোম ডিস্পোজাল ইউনিট গেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে। 

সোহানুর রহমান সোহান/আরএআর

Link copied