বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বগুড়া

০৯ জানুয়ারি ২০২৩, ০৬:১৮ পিএম


বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন 

বগুড়ায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের ১১ বছর পর হায়দার আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

হায়দার আলী জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন।

তিনি জানান, হায়দার আলী ওই শিশুকে পড়ালেখা দেখিয়ে দিতেন। এই সুযোগে ২০১১ সালের ২৭ মে রাতে আসামি ওই শিশুকে ধর্ষণ করেন। এসময় প্রতিবেশীরা বিষয়টি টের পেলে হায়দার আলী পালিয়ে যান। মামলায় বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, সোমবার দুপুরে হায়দার আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আলমগীর হোসেন/এমজেইউ

Link copied