সিরাজগঞ্জে রাতের মহাসড়কে ঝরলো কলেজছাত্রের প্রাণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হীরা হোসেন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হীরা হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের এইচএসসি শিক্ষার্থী।
হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব বলেন, রাতে হীরা হোসেন উল্লাপাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি পূর্ব দেলুয়ায় যাচ্ছিল। পথে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে পৌঁছালে একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান। তাকে চাপা দেওয়া গাড়িটিও শনাক্ত করা সম্ভব হয়নি।
শুভ কুমার ঘোষ/জেডএস