টাঙ্গাইলের ৪ আসনে এনসিপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার(১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। ঘোষিত ১২৫টি আসনের মধ্যে টাঙ্গাইলের চারটি আসনে চারজনের নাম ঘোষণা করা হয়েছে।
টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর) আসনে টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য ও ধনবাড়ী উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম আপন দলের মনোনয়ন পেয়েছেন। তিনি জুলাই আন্দেলনের শহীদ সাজিদের ভাই। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল- ৫ (সদর) আসনে টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এনসিপির টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মাসুদ পারভেজ।
টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে আমরা খুশি।
আরিফুল ইসলাম/আরএআর