বিশ্ব ইজতেমা থেকে চুরি করা ৪৯ মোবাইলসহ যুবক আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বগুড়া

১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম


বিশ্ব ইজতেমা থেকে চুরি করা ৪৯ মোবাইলসহ যুবক আটক

বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইল ফোনসহ সোহাগ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়পাথার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সোহাগ হোসেন বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। 

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনগুলোসহ সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান থেকে মুসল্লিদের মোবাইল চুরি করে শাজাহানপুরে আত্মগোপনে ছিলেন সোহাগ।

আলমগীর হোসেন/আরএআর

Link copied