যশোরে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া এক ব্যক্তি আটক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা বলে মৃত, দুস্থ, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে গ্রামবাসীর হাতে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া এক ব্যক্তি আটক হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা থেকে তিনি আটক হন।
মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আকবার আলীর ছেলে। খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যান। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারেননি সাইফুল ইসলাম। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের কোনো চিঠি আছে কি না জানতে চাইলে তিনি কিছু দেখাতে পারেননি।
ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের কমান্ডার এবিএম রবিউল ইসলাম ও গোয়ালহাটির বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক জানান, কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের কাছ থেকে ৩ হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মওতুল্লাহর মেয়ে জাহানারা খাতুনের কাছ থেকে ২ হাজার টাকা ও আব্দুল খালেকের পরিবারের কাছ থেকে এক হাজার টাকা আদায় করেছেন। তবে আটকের পর মওতুল্লাহর মেয়ে জাহানারাকে ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ও থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানিয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, আটক মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেজওয়ান বাপ্পী/এসএসএইচ